Untitled

 

গাইদঘাট ও জয়রামপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে থেকে ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাইদঘাট রেলওয়ে স্টেশন ও জয়রামপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে থেকে ট্রেনে কাটা এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি পুলিশ এ লাশ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ এএসআই খোরশেদ আলম জানান, মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর। পোশাকে ছিলো দারিদ্র্যতার ছাপ। গায়ে ছিলো কমলা রঙের ব্লাউজ,লাল খয়েরি পেটিকোট ও শাদা-কালো, কমলা রঙের ছাপা শাড়ি। তিনি আরো জানান, গাইদঘাট রেলওয়ে স্টেশন ও জয়রামপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে লাইরের মাঝ খানে অজ্ঞাত মহিলার লাশ পড়ে ছিলো। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে নেয়ার পর লাশ দেখে অনেকেই বলেছে, এ মহিলার বাড়ি চুয়াডাঙ্গার হকপাড়ায়। তার স্বামীর নাম করিম খোড়া। তিনি টোকাই করে জীবনযাপন করেন। গত শুক্রবার করিম খোড়া ওই মহিলাকে মারধর করেছে।অজ্ঞাত মহিলার লাশ আজ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জিআরপি সূত্রে জানাগেছে।