হোয়াইট হাউসের সামনে নগ্ন হয়ে প্রতিবাদ

 

 

মাথাভাঙ্গা মনিটর:নগ্নহয়ে প্রতিবাদ! তাও আবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের ঠিকসামনে! অবিশ্বাস্য হলেও তাই ঘটেছে। আর অনলাইনের কল্যাণে ইতোমধ্যে এ ঘটনাপৌঁছে গোটা বিশ্বে। বারাক ওবামা হোয়াইট হাউজে বক্তব্য রাখার আগে গতশুক্রবারকয়েক মিনিটের এ অদ্ভূত নাটকের দৃশ্যে অবাক গোয়েন্দা কর্মকর্তারাও।শুক্রবারএক লোক হোয়াইট হাউসের ঠিক সামনে এসে নিজের পোশাক খুলতে শুরু করেন এবং কেউকিছু বুঝে ওঠার আগেই নিজেকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলেন। সে নাকি প্রতিবাদজানাতেই হোয়াইট হাইসের ঠিক সামনে এসে সমস্ত পোশাক খুলে ফেলেছিল। তবে ঠিক কিবিষয়ে সে প্রতিবাদ জানাতে এসেছিল তা অবশ্য জানা যায়নি। ঘটনাটি ঘটেছিলোচোখের পলকে। হোয়াইট হাউসের গোয়েন্দা কর্মকর্তারা তো থ! একটু পরেই মার্কিনপ্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে বক্তব্য রাখবেন। তারমধ্যে এই কাণ্ড!