স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশেরমানুষকে গুম খুন ও অত্যাচার নির্যাতনের জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতেহবে। আইনের আওতায় আসতে হবে। সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, বেশিবাড়াবাড়ি ভাল না। এই দিন দিন না। সামনে আরও দিন আছে। তখন জবাবদিহি করতেহবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আইনজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন।হাইকোর্টে সকালে এ সমাবেশ হওয়ার কথা ছিলো। পুলিশ বাধায় এ সমাবেশ পণ্ড হয়েযাওয়ার পর আইনজীবীরা প্রেস ক্লাবে এ সমাবেশ করেন। এতে বিএনপিপন্থি আইনজীবী ওদলের নেতারা অংশ নেন।খালেদা জিয়া বলেন, এভাবে বেশি দিন চলবে না। সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ভয়ে আজকে কোন সমাবেশ করতে দিচ্ছে না তারা।এর আগে আরেকটি সমাবেশে গুম-খুনের শিকার পরিবারেরমানুষ জড়ো হয়েছিল তাদের দুঃখের কথা বলার জন্য। তার আগেই গেটে তালা মেরে দেয়পুলিশ। বৈধ অনুমতি থাকার পরও সমাবেশ করতে দেয় না। কোথাও কোনো মিটিং করতেদেয় না। এরা এতো দুর্বল যে এরা মানুষকে সবচেয়ে বেশি ভয় পায়। এজন্য কোনো সভাসমাবেশ করতে দেয় না। শুধুমাত্র ক্ষমতায় ঠিকে আছে পুলিশের বন্দুকের জোরে। যেৱ্যাব দিয়ে গুম-খুন করানো হচ্ছে তাদের নিয়ে। এই অবস্থা বেশি দিন চলতেপারে না। পারবে না। আমরা কোন আন্দোলন করছি না। শুধু শান্তিপূর্ণ সমাবেশকরছি। কিন্তু তাদের কি অবস্থা। এতো টাকা পয়সা কামিয়েছেন যে এখন নিজেরানিজেরা খুনোখুনি। যতোদিন অবৈধভাবে ক্ষমতা ধরে রাখবেন ততোদিন এমন অবস্থাচলবে। অতি বেশি বাড়াবাড়ি ভালো না। নারায়ণগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত অপরাধীদেরধরা হয়নি। যাদের ধরা হয়েছে তাদেরকে রিমান্ডের নামে জামাই আদরে রাখা হয়েছে।কারণ তাদের চাপ দিলে তারা সব সত্য কথা বলে দেবে। ওপর থেকে হুকুম দিয়ে যেকাজ করা হয়েছে তা প্রকাশ হয়ে যাবে। এই দিন দিন না আরও দিন আছে। সামনের দিনেপ্রতিটি অপকর্মের জবাব কিন্তু দিতে হবে।