মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মোগল হোসেন (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে আমঝুপি বাজার থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে সদর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। সে আমঝুপি গ্রামের তাজ উদ্দীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক বিক্রির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯/১১ (ক) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। আদালতের আদেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সদর থানা সূত্রে জানা গেছে।