বিশ্বকাপের পর অবসর: আফ্রিদি

 

মাথাভাঙ্গা মনিটর: আগামী২০১৫ সালের বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন পাকিস্তানেরহার্ডহিটার শহিদ আফ্রিদি। তবে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক জানান ওয়ানডেথেকে অবসর নিলেও টি-টিয়েন্টি চালিয়ে যাবেন তিনি। গতকাল শুক্রবার অবসরসম্পর্কে আফ্রিদি লাহোরে বলেন, আগামী বিশ্বকাপ দুই,তিনজন সিনিয়রখেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। এরপরেই আমি অবসর নিতে পারি। তবে টি-টোয়েন্টিচালিয়ে যাবো।চার বছর আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে ওটি-টিয়োন্টি দাপটের সাথে খেলে যাচ্ছেন এঅলরাউন্ডার। পাকিস্তানের হয়েসর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়তে আর মাত্র দুটি ম্যাচ পিছিয়ে বুম বুমআফ্রিদি।পাকিস্তানের হয়ে গত তিনটি বিশ্বকাপে খেলেছেন আফ্রিদি। গত বিশ্বকাপে তার নেতৃত্বেই বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিলো পাকিস্তান।অনেকদিন যাবত পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদটি ফাকা। শূন্য পদেপাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো কারো নাম চূড়ান্ত করেনি। বিশ্বেরঅন্যতম সেরা অলরাউন্ডার আফ্রিদি টি-টোয়েন্টি অধিনায়কত্ব করতে চান বলেইতোমধ্যেই জানিয়েছেন।