বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ৪০ দিনের কর্মসৃজন (অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি) কাজে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। প্রতি বিলে ভুয়া বিল দেখিয়ে প্রায় দেড়শ লেবারের টাকা প্রকল্প পিআইসিরা কৌশলে ভরেন পকেটে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাড়তি তদারকি দরকার বলে সচেতনমহল মনে করছে।
এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন (অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি) কর্মসূচির মাটি কাটার কাজ শুরু হয়েছে। ৬টি প্রকল্পে ১৫০ জন লেবার ২০০ টাকা হাজিরায় কাজ করার কথা রয়েছে। অভিযোগ উঠেছে প্রকল্প পিআইসি ইউপি সদস্য মজিবর রহমান, জাকির হোসেন, শাহার বানু, রওশনারা খাতুন ও আকতার হোসেন নিজেদের বরাদ্দকৃত লেবারের মধ্যে খাতা-কলম ঠিক রেখে ২-৩টি করে ভুয়া লেবার দেখানো, কাজে না আসা লেবারদের হাজিরা দেখিয়ে সে টাকা থেকে অর্ধেক টাকা কেটে নেয়ার কাজ করে থাকেন। ফলে পিআইসরা কারচুপি করে টাকা নেয়ার কারণে লেবাররা সময়ের আগেই অনেক সময় দায়সারাগোছের কাজ করে বাড়ি চলে যান। এভাবে প্রতি বিলে প্রায় দেড়শ লেবারের হাজিরার টাকা পিআইসরা নয় ছয় করে কৌশলে নিজ পকেটে ভরে থাকেন। যে দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকল্পের কাজ দেখতে সরেজমিনে যায় সে দিন আগে থেকেই কিছু সময়ের জন্য ঠিক করে রাখেন সবকিছু। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বলেন, অনিয়মের বিষয়টি আমার জানা নেই। তার পরও এ ধরনের কোনো অনিয়ম ধরা পড়লে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রকল্প পিআইসদের সাথে কথা বললে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, খরচের জন্য এক আধটু অনিয়ম হতে পারে।