মাথাভাঙ্গা মনিটর: লন্ডনেরটাওয়ার হ্যামলেটে মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুতলুৎফর রহমান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে টাওয়ার হ্যামলেট ফার্স্টগ্রুপের প্রার্থী হিসেবে লেবার পার্টির জন বিগসকে হারিয়ে দ্বিতীয়বারনির্বাচিত হন তিনি। ২০১০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশিঅধ্যুষিত এ বারা কাউন্সিলের নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রথমদফা ভোটে ১০ প্রার্থীর কেউ ৫১ শতাংশ ভোট না পাওয়ায় প্রথম ও দ্বিতীয় স্থানেথাকা লুৎফর ও বিগসের মধ্যে দ্বিতীয় দফা ভোট হয়।টাওয়ার হ্যামলেটে মোটভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৮১৭ জন। এর মধ্যে ৮৬ হাজার ৫৪২ জন (৪৭ শতাংশ)ভোট দেন। লুৎফর পান ৩৭ হাজার ৩৯৫ ভোট, বিগস পান ৩৪ হাজার ১৪৩ ভোট। লন্ডনেরস্থানীয় সরকারের এই নির্বাচনে লেবার পার্টি ও ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টিনিয়ন্ত্রণ নিয়েছে।