জীবননগর আন্দুলবাড়িয়া বাজারের আহ্বায়ক কমিটির গণপদত্যাগ

 

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারের আহ্বায়ক কমিটি গণপদত্যাগ করেছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে কমিটির ৭ সদস্য নির্বাচন কমিশনার ইউপি চেয়ারম্যানের নিকট একযোগে এ গণ পদত্যাগ পত্র পেশ করেন। পদত্যাগ কারী ব্যক্তি গণ হলেন, আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, বজলুর রহমান, খান তারিক মাহমুদ, মুন্সী রোকনুজ্জামান, আলাউল হক, মোল্লা আবুল বাসার খোকন ও শেখ আব্দুল মোমিন। আহ্বায়ক কমিটি ২০১৩ সালে ১৮ অক্টোম্বর দায়িত্ব ভার গ্রহণ করেন। দীর্ঘ ৮ মাস দায়িত্ব পালন করা কালে আকস্মিক কমিটির নেতৃবৃন্দ পদত্যাগ করলেন। আগামী ২৭ মে আন্দুলবাড়িয়া বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা তুঙ্গে। এরই মাঝে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের এ গণ পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা সমলোচনা দেখা দিয়েছে। সূত্র জানায়, নির্বাচন কমিশনার ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেনের ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন কাজে বাধাঁ ও কমিটির নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করায় ক্ষুব্ধ হয়ে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এ গণপদত্যাগপত্র পেশ করেছে। অনেকে নির্বাচনের ৩ দিন আগে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের এ গণ পদত্যাগ নির্বাচন কমিশনারের নির্বাচন স্থাগিত করার পয়তাঁরা বলে মনে করছেন। গতরাত ১০টার দিকে নির্বাচন কমিশনারের প্রতিনিধি গনের নিকট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ প্রয়োজনীয় কাগজপত্র সহ ক্ষমতা হস্তান্তর করেন।