চুয়াডাঙ্গায় স্থানীয় সরকার বিভাগের ওয়ার্ড ও স্কিম সুপারভিশন কমিটির ওরিয়েন্টেশন

 

 

স্টাফ রিপোর্টার: গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা হেড কোয়াটারে স্থানীয় সরকার বিভাগের দ্বিতীয় লোকাল গভার্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজি এসপি-২) আওতায় ওয়ার্ড কমিটি ও স্কিম সুপারভিশন কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- মো. দেলোয়ার হোসাইন জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, মো. আবুল আমিন উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা। আব্দুল মতিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আব্দুল্লাহ আল সামী উপজেলা সমাজ সেবা অফিসার, মো. জাহাঙ্গীর আলম উপজেলা যুব উন্নয়ন অফিসার, মো. মোস্তফা কামাল উপজেলা সমবায় অফিসার। এতে আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোর্স পরিচালনা করেন মো. আবুল আমিন উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।