চলন্ত গাড়ি থেকে গুলিনিহত ৬

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত গাড়ি থেকেএলোপাতাড়ি গুলি চালিয়েছে এক যুবক; যাতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনারকিছুক্ষণের মধ্যে দুর্ঘটনায় ওই বন্দুকধারীরও মৃত্যু হয়।বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েরশান্তা বারবারা ক্যাম্পাসে নিকটবর্তী ইজলা ভিস্তা এলাকায় ওই ঘটনা ঘটে।এঘটনায় আহত আরো সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পছন্দের এক মেয়েরকাছে বার বার প্রত্যাখ্যাত হয়ে ওই যুবক এ ধরনের নাশকতা চালিয়ে থাকতে পারেবলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র পুলিশ। এ সংক্রান্ত একটি ইউটিউব ভিডিও যাচাইকরে দেখছে তারা।প্রতিবেদনে আরো বলা হয়, যুবকটির উন্মাদনার খবর পেয়ে পুলিশও পাল্টা গুলিচালাতে শুরু করে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকাএকটি গাড়ির সাথে ধাক্কা খায় তার বিএমডব্লিউ গাড়িটি। পরে ওই গাড়িতে যুবকেরগুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।