স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলমহানিফ বলেছেন, খালেদা জিয়ার বক্তব্যে সরকার ভীত নয়। বিএনপির আন্দোলনেরশক্তি আমাদের জানা আছে। শনিবার বিকালে কারওরান বাজারে তার নিজ কার্যালয়েসাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিচারব্যবস্থা ধ্বংস করতেইসুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সমাবেশ করতে চেয়েছিলেন খালেদা জিয়া। নিজের এবংপরিবারের সদস্যের দুর্নীতির অভিযোগ বিচারাধীন থাকায় বিচার বিভাগের ওপর তারএই ক্ষোভ। হানিফ বলেন, বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণেই মাঠে নামতে পারছেনা। তাই তারা আন্দোলনের না মেনে সরকারকে বারবার সময় বেধে দিচ্ছে। আন্দোলনকরার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই।