স্টাফ রিপোর্টার: গ্রাহকেরঅর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংক শ্রীপুর শাখার ম্যানেজার মো.আশরাফুজ্জামান মোল্লার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সম্প্রতিদুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজ বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায়মামলাটিদায়ের করেন। দুদকের একটি নির্ভযোগ্যসূত্র এ তথ্য নিশ্চিত করেন।সূত্র জানায়, গাজীপুর জেলার শ্রীপুরশাখা ম্যানেজার মো. আশরাফুজ্জামান মোল্লা। তিনি জালিয়াতি ও ক্ষমতারঅপব্যবহারের মাধ্যমে ওই শাখার ক্ষুদ্র ঋণ গৃহীতাদের নিকট থেকে উত্তোলনকৃত ৭লাখ ৬০ হাজার ৩৮৮ টাকা ব্যাংকে জমা না দিয়ে, ভুয়া জমা দেখিয়ে আত্মসাৎকরেন। গ্রমীণ ব্যাংকের কেন্দ্রীয় শাখা থেকে এ সংক্রান্ত অভিযোগ এলে তাঅনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজকে নিয়োগ দেয় কমিশন।