অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে আটক ৩

 

স্টাফ রিপোর্টার: অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে তিনজন আটক হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ মহেশপুর বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের মেন পিলার ৬০/৮৭-আর’র নিকট তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার জাদুরিয়া গ্রামের বেলায়েত মণ্ডলের ছেলে মতিয়ার রহমান (৪৩), মনোরিয়া গ্রামের তপন বিশ্বাসের ছেলে শ্রী অপূর্ব বিশ্বাস (২১), মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আলমগীর হোসেন (১৮)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮হাজার ৮শ টাকা ও ৩টিমোবাইলফোন, ৭টি সিমকার্ড উদ্ধার করা হয়।মালামালসহ আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।