সাতক্ষীরায়মাদক চোরাচালানি গুলিবিদ্ধ :১ কেজি সোনাউদ্ধার

 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরারকালিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে শুকুর আলি নামের এক মাদক চোরাচালানিগুলিবিদ্ধ হয়েছে। এ সময় পুলিশের দু সদস্য আহত হন। গতকাল শুক্রবার ভোরেকালীগঞ্জের কাকশিয়ালি ব্রীজের ওপর সংঘর্ষের এ ঘটনা ঘটে। এদিকে ভারতেপাচারকালে জেলার কলারোয়ার চন্দুড়িয়া সীমান্তে এক কেজি সোনা আটক করেছেবিজিবি।পুলিশ জানায়, একদল চোরাচালানি ভারতীয় মাদকদ্রব্য বহন করছে এমনখবর পেয়ে পুলিশ কাকশিয়ালি ব্রিজের কাছে অবস্থান নেয়। কিছু সময় পরচোরাচালানিদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুড়েমারে। এসময় পুলিশও চোরাচালানিদের  ওপর পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেএকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পুলিশ তাকে কালীগঞ্জউপজেলার শুইলপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে শুকুর আলী (৩৫) হিসেবে শনাক্তকরে। তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। তবে শুকুর আলীর পরিবারের সদস্যরাজানিয়েছেন গভীর রাতে শুকুর আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে পায়ে গুলি করাহয়েছে।