মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার অনুগত বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ইউক্রেনেরব্ল্যাহোড্যাটন গ্রামের কাছে একটি চেকপয়েন্টে ১১ সেনা নিহত ও ৩৩ জন আহতহয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের সামরিকহাসপাতালে স্থানান্তর করা হতে পারে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।বিদ্রোহীদের একটি দল হামলার দায় স্বীকার করেছে এবং এক বিদ্রোহীও ওই হামলারসময় নিহত হয়েছে বলে জানিয়েছে। গুরুত্বপূর্ণ শহর দোনেতস্ক থেকে গ্রামটি ২০ মাইল দূরে অবস্থিত। ইউক্রেনেপ্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ৩ দিন আগেই এ ঘটনা ঘটলো। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় হামলার খবর নিশ্চিত করেছে।