রাজধানীতে যুবলীগকর্মী গুলিবিদ্ধ

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর ফকিরাপুলে রাজিবুর রহমান রাজিব নামে একযুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যাসোয়া সাতটায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করা হয়েছে। আহতের বন্ধু শাহিন জানান, রাজিব কেয়ার বাংলাদেশে কাজকরেন। এছাড়া তিনি যুবলীগের একজন কর্মী। সন্ধ্যায় পুর্বশত্রুতার জের ধরেসুলতান, মনিরসহ আরও কয়েকজন ১৬৩/১ ফকিরাপুল টিএনটি কলোনির সামনে তাকেএলোপাতাড়ি গুলি ও কুপিয়ে জখম করে। এতে তার বাম পায়ের উরুতে গুলি লাগে এবংশরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত হয়। এরপর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালে ভর্তি করা হয়।