মহেশপুরে বিভিন্ন মামলায় ৫ জন গ্রেফতার

 

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ শুক্রবার ভোররাতে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে। মহেশপুর থানা সূত্রে জানা গেছে, অসামাজিক কাজের অভিযোগে উপজেলার বড়বাড়ি গ্রাম থেকে জয়নাল আবেদিনের ছেলে ইমদাদুল হক, মান্দারতলা গ্রামের শমসের আলীর ছেলে আরিফুল ইসলাম, সাড়াতলা গ্রামের আমিনুর রহমানের মেয়ে সোনিয়া আক্তারকে এবং মাদক মামলায় চৌগাছা উপজেলা মাঙ্গীরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মানিক রতন ও মহেশপুর উপজেলা বিদ্যাধরপুর গ্রামের হায়দার আলীর ছেলে ফিরোজ আলীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।