গাংনীর মহাম্মদপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত

 

 

গাংনী প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুর গাংনীর মহাম্মদপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। গতবৃহস্পতিবার দুপুর ২টার দিকে রহিদ মাস্টারের বাড়িতে এ হামলা করা হয়। আহতরা হচ্ছেন- মৃত গঞ্জের আলীর ছেলে আলতাফ হোসেন (৬০) ও তার স্ত্রী একেদা খাতুন (৫৫) এবং দু ছেলে আক্তারুজ্জামান (৩২) ও জাব্বার হোসেন (২৮)।

আহত সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন ও ভাই রহিদ মাস্টারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। বিষয়টি মীমাংসার জন্য কৌশলে দুপুরে নিজ বাড়িতে আলতাফসহ তার পরিবারের সদস্যদের ডেকে আনেন রহিদ মাস্টার। এসময় রহিদ মাস্টার ও তার লোকজন আলতাফ হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় গ্রামের লোকজন আলতাফ হোসেন ও তার দু ছেলেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় আলতাফ ও আক্তারুজ্জামানকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। একেদা খাতুনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।