কার্পাসডাঙ্গায় কবি নজরুলের জন্মজয়ন্তী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

 

 

ভ্রাম্যমাণ/কুড়ুলগাছি প্রতিনিধি: কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে ২ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে নজরুলসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামীকাল ২৫ মে রোববার সকাল ৯টায় স্কুল-কলেজের সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সামাজিক ও সুধীজনের সমন্বয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।শোভাযাত্রাটি কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হবে।সকাল সাড়ে ৯টায় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।