আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে দলীয় অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবির, জেলা যুবলীগের সদস্য ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মাসুম আহমেদ। উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক সাবেক কমিশনার শাহীন রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত, সাবেক ছাত্র নেতা সোহেল রানা শাহীন, মিজানুর রহমান মিজান, আসাদুল হক ডিটু, নেছার আহমেদ প্রিন্স, মনা মিয়া, টগর, ডেভিট মেম্বার, রাজু আহমেদ, মোকাম আহমেদ, মঈন আহমেদ, সবুজ, ফারুক হোসেন, ফিরোজ আহমেদ প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।