স্টাফ রিপোর্টার: নির্বাচনকমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, যেসব দলনির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে ব্যর্থ হবে তাদেরনিবন্ধন বাতিল করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্যজানান।সচিব জানান, আরপিও অনুযায়ী, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ব্যয়েরহিসাব না দিলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে নিবন্ধন বাতিল। আগামী ৪ জুনের মধ্যেহিসাব দিতে ব্যর্থ হলে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।তিনি বলেন, আরপিওঅনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে বাধ্য। ফলাফলগেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে হিসাব দিতে হবে। সে হিসেবে ৩০ এপ্রিলছিলো শেষ সময়। নির্বাচন কমিশন প্রত্যেক দলকে চিঠি দিয়ে সতর্ক করে ৪ জুনপর্যন্ত সময় বেঁধে দিয়েছে।সচিব বলেন, এ পর্যন্ত তিনটি রাজনৈতিক দলব্যয়ের হিসাব জমা দিয়েছে। এরমধ্যে বিএনএফের ব্যয় হয়েছে ৫৭ লাখ ৯৮ হাজারটাকা। জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) ব্যয় হয়েছে ১২ লাখ ৩৬ হাজার টাকা। আওয়ামীলীগের ব্যয় হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৭১২ টাকা।উল্লেখ্য, ৫জানুয়ারি বিতর্কিত দশম সংসদ নির্বাচন সব দলের অংশ গ্রহণমূলক না হওয়ায়উল্লেখযোগ্য প্রচারণা ছিলো না। তাই অনেক প্রার্থী তাদের ব্যয়ের হিসেব দিতেঅপারগতা প্রকাশ করে।