মাথাভাঙ্গা মনিটর: আইপিএলে প্রথম অর্ধশতক পেয়েছেন সাকিব আল হাসান।রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩০ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছেতার দল কোলকাতা নাইট রাইডার্স।আইপিএলে কোলকাতার বড় ভরসার নাম হয়ে উঠেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব।বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে আইপিএলে প্রথম অর্ধশতক পেলেনসাকিব। বল হাতে কোনো উইকেট পাননি। তবে ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৭ রান। টসে হেরে ব্যাট করতে নেমে চার ওভারের মধ্যে ২৩ রানে অধিনায়ক গৌতম গম্ভীর ওমনিশ পান্ডের উইকেট হারায় কোলকাতা। এরপর সপ্তম ওভারের শেষ বলে দলীয় ৫৬ রানেইউসুফ পাঠানও (২২) আউট হয়ে গেলে চাপে পড়ে তারা।এ সময়ে কোলকাতারত্রাতা হয়ে উইকেটে আসেন সাকিব। ১৯তম ওভারে আবু নেশিমের বলে বোল্ড হওয়ার আগে৩৮ বলে ৬০ রান করেছেন বাঁহাতি এ অলরাউন্ডার। অসাধারণ এই ইনিংসটি তিনিসাজিয়েছেন ৫টি চার ও ৩টি ছয়ে। বিশাল ৩টি ছক্কাই সাকিব মেরেছেন যুজভেন্দ্রচাচালের বলে।আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে ৭০ বলে রবিন উথাপ্পার সাথে গড়েছেন ম্যাচ সর্বোচ্চ ১২১ রানের জুটি।সাকিবআউট হলেও উথাপ্পার ৫১ বলে অপরাজিত ৮৩ রানের (১০টি চার ও একটি ছয়) ইনিংসেরকল্যাণে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা।বড়লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই মাত্র ৭ রানে ক্রিস গেইলকে (৬ রান)হারায় ব্যাঙ্গালোর। যোগেশ তাকাভালের সাথে জুটি বাধেন অধিনায়ক বিরাট কোহলি।দুজনে মিলে ৮৫ রানের জুটি গড়লেও তা জয়ের ভিত গড়ে দিতে পারেনি। তাদের দ্রুত রান তুলতে দেননি সাকিবই।ইনিংসেরঅষ্টম ওভারে বল করতে এসে টানা ৪ ওভার বল করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।প্রথম ওভারে দিয়েছেন ৪ রান। দ্বিতীয় ওভারে ৫ আর নিজের চতুর্থ ও শেষ ওভারেদিয়েছেন ৭ রান। সবচেয়ে বেশি ১১ রান দিয়েছেন নিজের তৃতীয় ওভারে।৩১ বলে ৩৮ রান করেছেন কোহলি, আর তাকাভাল ৩৬ বলে করেছেন ৪৫ রান। দুজনকেই আউট করেন সুনীল নারায়ন।এরপর যুবরাজ সিং আর এবি ডি ভিলিয়ার্স চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে জয়েরবন্দরে নিয়ে যেতে পারেননি। ১৩ বলে ১৩ রান করে আউট হয়েছেন ডি ভিলিয়ার্স।একটি চার ও ২টি ছয়ে ১২ বলে ২২ রান করেছেন যুবরাজ।শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে ব্যাঙ্গালোর।ওয়েস্ট ইন্ডিজের বোলার নারায়ন ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।১৩ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করেছে কোলকাতা।এর আগে প্লে-অফ নিশ্চিত করেছিলো পাঞ্জাব ও চেন্নাই। আর এ ম্যাচ হেরেপ্লে-অফের খেলার সুযোগ হারালো ব্যাঙ্গালোর।