মাথাভাঙ্গা মনিটর: ভারতেরপ্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির প্রথম সফরটি হতে পারে ঢাকা। আর সফরেইতিস্তা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এরই মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশেরপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির কথা হয়েছে বলে বৃহস্পতিবারভারতের শীর্ষস্থানীয় ব্যবসাবিষয়ক সংবাদপত্রের এক প্রতিবেদনে জানা গেছে। পত্রিকাটি বলেছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশেরপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হয়েছে নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীহিসেবে নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা শুভেচ্ছা জানাতে মোদিকে টেলিফোনকরলে তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা হয়। তাতেই তিস্তা চুক্তি প্রসঙ্গ আসে।মোদি তখন বলেছেন, তিনি ঢাকায় প্রথম সফর করবেন এবং ঢাকাকে তিনি তার সেকেন্ডহোম বলেই মনে করেন।কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটি আরও লিখেছে, নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে বলেছেন, দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনিঅর্থপূর্ণ সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চান। একই সঙ্গে মোদির ওই সফরের সময়ভারতের সাথে বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত তিস্তা পানির চুক্তি হতে পারে।