মেহেরপুরে আমব্যবসায়ীকে কুপিয়ে জখম

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-মহাজনপুর সড়কে সদর উপজেলার নূরপুর গ্রামের কাছে এক আমব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একদল ছিনতাইকারী। গত বুধবার দিনগত রাত ১২দিকে ওই ঘটনা ঘরে। মারাত্মক জখম আমব্যবসায়ী হায়দার আলীকে (৩০) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন হায়দার আলী জানান, ঘটনার সময় তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর আমবাগান থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছুলে ৪/৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার গতিরোধ করে এবং এলোপাতাড়ি কুপাতে থাকে। ওই অবস্থায় হায়দার আলী মোটরসাইকেলযোগে পালিয়ে প্রাণে বাঁচেন। ওই রাতেই তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমব্যবসায়ী হায়দার আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বিল কোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।