মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন মওলাদ হোসেন (৬০) নামের এক বৃদ্ধ। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন বিভাগে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের মওলাদ হোসেনের গোয়াল ঘরে আগুন গেলে যায়। ওই সময় তিনি আগুন নেভাবার চেষ্টা করেন। এতে তার শরীরের বিভিন্ অংশ দগ্ধ হয়। তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্নইউনিটে রেফার করা হয়।