স্টাফ রিপোর্টার: হাঁটুর ইনজুরির কারণে ব্রাজিল বিশ্বকাপে খেলাঅনিশ্চত হয়ে পড়েছে লুইস সুয়ারেজের। গত বুধবার অনুশীলন করার সময় সুয়ারেজইনজুরিতে পড়েন বলে জানায় উরুগুয়ের স্থনীয় গণমাধ্যম। ২৭ বছর বয়স্ক এস্ট্রাইকারের দু-একদিনের মধ্যেই অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছে তারা।এজন্য সম্পূর্ণ সুস্থ্য হতে সুয়ারেজের ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে জানিয়েছেগণমাধ্যমগুলো। বিশ্বকাপে উরুগুয়ে ১৪ জুন প্রথম মাঠে নামবে কোস্টারিকারবিপক্ষে। আর ১৯ জুন মুখোমুখি হবে ইংল্যান্ডের। ‘ডি’ গ্রুপে উরুগুয়ের আরেকপ্রতিপক্ষ ইতালি। তবে সুয়ারেজ কতোদিন মাঠের বাইরে থাকবেন তা চিকিৎসকদেররিপোর্টের ওপরই নির্ভর করছে। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন এক বার্তায় বলেছে, ‘এ খবর সতিই অপ্রত্যাশিত। তবে দ্রুতই সুয়ারেজের সুস্থ্য হওয়ার সম্ভাবনারয়েছে’। লিভারপুলের পক্ষে এবারের লীগে ৩৩ ম্যাচে ৩১ গোল করেছেন সুয়ারেজ।তার দুর্দান্ত গতির সাথে ২৪ বছর পর লীগ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছিলোলিভারপুল। দ্বিতীয়স্থানে থেকে লীগ শেষ করেছে তারা। এ মরসুমের প্রফেশনালফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন সুয়ারেজ।