দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামে অবৈধভাবে সরকারি রাস্তার জমি থেকে মাটি কেটে বিক্রির অপরাধে হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ দু সদস্যের নামে দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জালাল উদ্দিন একরাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজেহারসূত্রে জানা গেছে, গত ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত ৪ দিন ধরে উপজেলার হাতিভাঙ্গা গ্রামের নারকেল ডোবা মাঠ নামক রাস্তার জমি থেকে কতিপয় অসাধু ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করে। ঘটনাটি জানার পরপই দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরেজমিন পরিদর্শনে যান। পরিদর্শনকালে দেখা যায় মাটি কাটার ফলে ওই রাস্তাটির ভয়াবহ ক্ষতিসাধন করা হয়েছে এবং বর্তমানে রাস্তাটির অস্তিত্ব হুমকিরমুখে। পরবর্তীতে এলাকার জনসাধারণের নিকট থেকে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়ার পর হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরীফ উদ্দিন ও অপর দু সদস্য একই গ্রামের মোস্তায়েদ ওরফে মোস্তাক এবং ইব্রাহিম ওরফে ইব্রাকে আসামি করে দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দামুড়হুদা থানায় মামলা করা করেন। এদিকে ম্যানেজিং কমিটির তিনজনের মামলা হলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম মামলা থেকে বাদ দেয়া হয়েছে বলে এলাকায় জোর গুঞ্জন উঠেছে।