দর্শনা অফিস: দর্শনা রেলইয়ার্ডেলুটপাট ঠেকাতে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারবার পদক্ষেপ নিলেও কোনো সুফল হয়নি। দর্শনা রেলইয়ার্ডে থামেনি লুটপাট, ধাওয়া-পাল্টা ধাওয়া, বন্ধ হয়নি গুলির শব্দ। অরক্ষিত ইয়ার্ডটি বাউন্ডারিপাঁচিল দেয়ার প্রতিশ্রুতি বহুবার উপেক্ষিত হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে সম্প্রতি দর্শনা রেলইয়ার্ডের দিকে নজর দিয়েছে বিজিবি।
দর্শনা রেলইয়ার্ডে লুটপাট বন্ধে দেরিতে হলেও নজর পড়েছে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের। লুটপাট বন্ধে কার্যকরি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে এমপি আলী আজগার টগর ইয়ার্ডে বাউন্ডারিপাঁচিল নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। সীমানা পাঁচিল নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছেন তিনি। ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সীমানা পাঁচিল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। পাকশী রেলওয়ে নিরাপত্তা বিভাগের কমান্ডেন্ট শাহআলম ও পাকশী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী এএফএম মাসউদুর রহমান বলেছেন, দর্শনা রেলইয়ার্ডে ৩ হাজার ৯২২ ফুট সীমানা পাঁচিল নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। ৮০ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের অনুমোদন এ মাসের মধ্যেই হতে পারে। সাড়ে ৮ ফুট পাঁচিল ও তার ওপর সাড়ে ৩ ফুট তারকাঁটা স্থাপন কাজ শুরু হলে ৩ মাসের মধ্যে সম্পন্ন হতে পারে।