মাথাভাঙ্গা মনিটর: জরুরিঅবস্থা জারির দুদিন পরই থাইল্যান্ডের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।সেনাপ্রধান প্রাউত চ্যান-ও-চা রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে ক্ষমতাগ্রহণের কথা জানান।বৃহস্পতিবার টেলিভিশন ভাষণেসেনাপ্রধান বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সেনা, বিমানবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত জাতীয় শান্তি রক্ষা কমিটি ২২ মে বিকেলসাড়ে ৪টায় ক্ষমতা দখল করলো।টেলিভিশন বক্তৃতায় সেনাপ্রধান আরও বলেন, দেশের সকল নাগরিককে শান্ত থাকবে হবে এবং সরকারি কর্মচারীদের স্বাভাবিকভাবে কাজ করতে হবে।এর আগে বেশ কয়েকমাস ধরে বিশৃঙ্খল পরিস্থিতির পর গত মঙ্গলবার দেশটিতে সামরিক শাসন জারি করে সেনাবাহিনী।