ঝিনাইদহে বোমা তৈরিকালে বিস্ফোরণে কিশোর আহত

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বোমা বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে আমিরুল ইসলাম (১৮) নামে কিশোর গুরুতর আহত হয়েছে।গতকাল বৃহস্পতিবারসকাল ৮টার দিকে ঝিনাইদহ সদরের নগরবাথান গ্রামে নিজ বাড়িতে বোমা বানানোরসময় আমিরুল এ দুর্ঘটনার শিকার হয়। তাকে সদর হাসপাতাল ভর্তি করলে পুলিশসেখান থেকে গ্রেফতার করে। আমিরুল নগরবাথান গ্রামের সাইদুর রহমানের ছেলে।ঝিনাইদহসদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, সকালে নিজ বাড়িতে বোমা তৈরি করছিলোআমিরুল। এ সময় বোমাটি বিস্ফোরিত হয়ে আমিরুলের হাত উড়ে যায় এবং দাহ্যপদার্থে ও বোমার স্পিন্টারে তার সারা শরীর ঝলসে যায়। এছাড়া তার টিনের ঘরক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে।