জীবননগর ব্যুরো: জীবননগর মিনাজপুর গ্রামে গত বুধবার রাতে কবর থেকে লাশ চুরির অপচেষ্টা করেছে ফকিরতন্ত্রের লোকজন। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ফকিরতন্ত্রের নেতা সাবেক সেনাসদস্য ইসমাইল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মিনাজপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে আলাউদ্দিন ছিলেন ফকিরতন্ত্রের লোক। গত ৫ মাস আগে তিনি মারা গেলে ভক্তরা তাকে ঘরের মেঝেয় দাফন করার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেসময় তারা ব্যর্থ হন। বুধবার রাত দেড়টার দিকে ফকিরতন্ত্রের ৫-৬ জন সদস্য মিনাজপুর গ্রামের কবর খুঁড়ে আলাউদ্দিনের লাশ তোলার চেষ্টা করেন।খবর পেয়ে এসআই আবুল কাশেম অভিযান পরিচালনা করলে ফকিরতন্ত্রের লোকজন পালিয়ে যেতে সক্ষম হলেও আলীপুর গ্রামের মহর আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ইসমাইল হোসেনকে পুলিশ ধরে ফেলে। ইসমাইল হোসেন জানিয়েছেন, রাতের মধ্যে তারা তাদের গুরু আলাউদ্দিনের লাশ কবর থেকে তুলে এনে ঘরের মেঝেয় দাফন করতেন। এরপর সকাল হলে তারা এলাকায় প্রচার করতেন আলাউদ্দিন কবর থেকে উঠে নিজেই তার ঘরে শায়িত হয়েছেন। গুরুর কামেলের এ কথা প্রচার করে সেখানে তারা আস্তানা গেড়ে ফকিরতন্ত্রের কাজকামসহ গাঁজা সেবন করার পরিকল্পনা করেন।