উদ্ধার করা ৬টি বোমা নিষ্ক্রীয় করলো বিশেষজ্ঞ দল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উদ্ধারকৃত শক্তিশালী ৬টি ককটেল নিষ্কৃয় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা দিকে বগুড়া চুয়াডাঙ্গা পৌর পিলখানার নিকট এ ককটেলগুলো নিষ্কৃয় করা হয়। বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ১০ সদস্য বিশিষ্ট একটি টিম নিষ্কৃয় করে।

জানাগেছে, চুয়াডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে শক্তিশালী ৬টি ককটেল উদ্ধার করে থানায় রাখে। আদালতের আদেশে গতকাল বৃহস্পতিবার বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ১০ সদস্য বিশিষ্ট একটি টিম চুয়াডাঙ্গা পৌর পিলখানার নিকট শক্তিশালী ৬টি ককটেল করে। ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর টিমে নেতৃত্বে ছিলেন ওয়ারেন্ট অফিসার মামুন। নিষ্কৃয় করেন ন্যান্স করপোরাল মোস্তফা। এসময় সহযোগিতাই ছিলেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা সংস্থার এসআই খালিদ ও সদর থানার এসআই মনির।