স্টাফ রিপোর্টার: পূর্বসুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ঘুলিসাখালীক্যাম্পসংলগ্ন বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকেবনে আগুন ধরে। রাত ৯টার দিকে বনবিভাগের কর্মীদের চেষ্টায় এ আগুন নিভিয়েফেলা হয়।পূর্ব সুন্দরবনের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. সুলতান জানান, বিকেল৫টার দিকে ঘুলিসাখালী ক্যাম্পের বাইশের চিলা ও পয়ষট্টি চিলার মাঝামাঝিবনের প্রায় এক একর এলাকাজুড়ে থাকা বলাবাগানে এ অগ্নিকাণ্ড হয়। ওইএলাকায় ছোট ছোট বলা গাছ ছিলো বলে আগুন বেশি দূর ছড়িয়ে পড়তে পারেনি।পূর্বসুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী জানান, খবর পেয়েবনবিভাগের ৬০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুননিভিয়ে ফেলে। তিনি বলেন, প্রায় এক একর জায়গার কিছু ছোট ছোট বলা গাছপুড়ে যাওয়া ছাড়া বনের আর তেমন কোনো ক্ষতি হয়নি।
আমির হোসাইন আরও জানান, বনজীবীদের রান্না করা কাঠের আগুন বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন।