সাকিব তোমাকে পিঠে তুলে নিতে চাই: শাহরুখ

 

মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ানপ্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মরসুমে গত মঙ্গলবার দুর্দান্ত ব্যাটিংকরে কোলকাতা নাইট রাইডার্সকে আট উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন বিশ্বেরঅন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল-হাসান। চেন্নাইয়ের বিপক্ষে এ জয়ে আনন্দেভাসছেন দলটির মালিক বলিউড বাদশা শাহরুখ খান। কেকেআর মালিক জয়ের অন্যতম নায়কসাকিব আল-হাসানের উদ্দেশ্য টুইটারে লেখেন,‘সাকিব আমি তোমাকে পিঠে তুলেনিতে চাই।’দলের সপ্তম জয়ের পর বলিউড কিং টুইটারে লেখেন,‘কেউ আমাকেথামাও!!!! রবিণ তুমি দারুণ,গাউতি তোমার হাসিটি সবার সেরা। মানীষ মাই বয়আর সাকিব আমি তোমাকে পিঠে তুলে নিতে চাই।’কোলকাতার ইডেন গার্ডেনঅনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল-হাসান দারুণ পারফর্মকরেন। বল হাতে দুটি উইকেট বঞ্চিত হলেও ব্যাট হাতে মাত্র ২১ বল মোকাবেলাকরে ৪৬ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ছয়টি চার এবং দুটি ছক্কায়এ ম্যাচ জেতানো ইনিংসটি সাজান সাকিব।