জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গাস্থ-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর মেদিনীপুর, বেনীপুর, জীবননগর ও রাজাপুর বিওপির টহলদল উপজেলা বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, বাইসাইকেল ও টিভি পার্টসসহ একটি পাউয়ারটিলার আটক করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার ও গতকাল বুধাবর মেদিনীপুর ক্যাম্প কমান্ডার যথাক্রমে হাবিলদার নাসির উদ্দিন, বেনীপুর ক্যাম্প কামান্ডার হাবিলদার মোর্শেদ আলম, জীবননগর ক্যাম্প কামন্ডার হাবিলদার ওয়াজেদ আলী ও রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানীকৃত এসব পণ্য আটক করেন।
৬-বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা হরিহরনগর মাঠ, হাবিবপুর গ্রামের করতোয়া হাইস্কুলের মোড় ও ধোপাখালী কালামাঠ ব্রীজ থেকে ৯ হাজারটি ভারতীয় টিভির কার্বন ফ্লিম রেজিস্টার, বাইসাইকেলের পার্টস ৭৫টি, ১টি পাউয়ারাটলার, ১৩৯ বোতল ভারতীয়মদ এবং ৬শ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।