মাথাভাঙ্গা মনিটর: আসন্নফুটবল বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল স্বাগতিক ব্রাজিল। ঘরের মাঠেপ্রত্যাশার চাপ থাকবে এটাই স্বাভাবিক। তবে মধুর এ চাপটাকে উপভোগ করবেব্রাজিল দল এমনটিই বলেছেন ডিফেন্ডার দানি আলভেজ।বিশ্বকাপকে সামনেরেখে ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার বলেন, এটা মধুর চাপ, আর এ চাপ আমরা উপভোগকরি। কোনো চ্যালেঞ্জের মুখে না পড়লে কিছু অর্জন করার প্রেরণা পাওয়া যায় না।আমরা এটা ইতিবাচক হিসেবেই দেখছি।বর্তমান দলের অধিকাংশ খেলোয়াড়েরবিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই। এ অবস্থায় অভিজ্ঞ খেলোয়াড় ছাড়া কতোটা সফল হবেব্রাজিল এমন প্রশ্নে আলভেজ বলেন, হ্যাঁ,মানছি দলের অধিকাংশ খেলোয়াড়েরবিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই। তবে সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকায়কোনো সমস্যা হবে না তাদের।শেষ মুহূর্তের সমন্বয়ের জন্য আরো দুটিপ্রীতি ম্যাচ পাচ্ছে ব্রাজিল। ৩ জুন পানামা ও ৬ জুন সার্বিয়ার বিপক্ষে মাঠেনামবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।ক্রোয়েশিয়ার বিপক্ষ ম্যাচদিয়ে ১২ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে নেইমাররা। ‘এ’গ্রুপে ব্রাজিলের অপরদু প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।