মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানেরউত্তর ওয়াজিরিস্তানের পার্বত্য অঞ্চলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় ৮০জনেরও বেশি বিদ্রোহী জঙ্গি নিহত হয়েছেন। গতকালবুধবার পাকিস্তানের বিভিন্নসংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিযানে বেশ কয়েকজনশীর্ষস্থানীয় বিদ্রোহী জঙ্গিনেতাও নিহত হয়েছেন।২০১৩ সালের জুনেপাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ দায়িত্ব গ্রহণ করার পরবিদ্রোহী জঙ্গিদের সাথে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারকরেছিলেন। এ লক্ষ্যে তালেবান প্রতিনিধিদের সাথে সরকারের কয়েক দফা আলোচনাওহয়। এ সময় তালেবান ঘোষণা দিয়ে হামলা বন্ধ রাখে।কিন্তু সরকারের সাথেসমঝোতা না হওয়ায় আলোচনা ভেস্তে যায়। আর এরপরই জঙ্গিদের হামলা যেমন বেড়েযায়, পাকিস্তান সরকারও বিদ্রোহীদের দমনে দৃশ্যত কঠোর অবস্থানে চলে যায়।এর অংশ হিসেবে জঙ্গিদের ঘাঁটিগুলোতে ধারাবাহিক অভিযান জোরদার করে দেশটির নিরাপত্তা বাহিনী।আফগানসীমান্তবর্তী পার্বত্য অঞ্চল উত্তর ওয়াজিরিস্তান জঙ্গিদের নিরাপদ গোপনআস্তানা হিসেবে পরিচিত। সাম্প্রতিক পাকিস্তান সেনা বাহিনীর সমর কপ্টার নিয়েচালানো এ অভিযানের আওতায় মির আলি বয়া এলাকাও ছিলো বলে জানা গেছে।