দৌলতপুরে চাচার হাতে ভাতিজা খুন

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা মজিবর দফাদার (২৫) খুন হয়েছে। মজিবর ওই এলাকার মফিদুল দফাদারের ছেলে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকালবুধবার সকাল সাড়ে ৮টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামে আমপাড়াকে কেন্দ্র করে মজিবরকে তার দু চাচা শহিদুল দফাদার ও ইন্তাদুল দফাদার তরবারি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। শহিদুল ও ইন্তাদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।