দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় যৌতুক মামলায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বকুলকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা মডেল থানার এএসআই ইমাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে হোগলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সে নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের আফছার সানকের ছেলে। আজ বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।