জীবননগর পনরসতিরসাঈদ গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ পনরসতির যুবলীগ নেতা সাঈদকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার হাসাদাহ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আটক সাঈদ পনরসতির আজিজুর রহমান বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ যুবলীগ নেতা সোহরাব হোসেন বিশ্বাসের ভাই বলে জানা গেছে।

থানাসূত্রে জানা যায়, সম্প্রতি জীবননগর উপজেলার বাঁকা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জান আলীর বাড়িতে ডাকাতি হয়। এ মামলার সন্দিগ্ধ আসামি পসরসতির সাঈদ। জীবননগর থানার এএসআই আশরাফুল ইসলাম গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।