চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ফাইনাল পরীক্ষায় সাফল্য

 

মারুফ হোসেন: ২০১৩ সালে অনুষ্ঠিত অনার্স ফাইনাল পরীক্ষায় হিসাববিজ্ঞান বিভাগ থেকে ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে ১৭ জন প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। যারা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে তারা হলো- বন্দরভিটা গ্রামের বদিউজ্জামান বদুর ছেলে সাজ্জাদ হোসেন সোহাগ, কলাবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে ফারুক হোসেন রিংকু, যশোরের সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, রুইথনপুর গ্রামের শাহাব উদ্দীনের ছেলে সাইদুল ইসলাম, কাদিপুর গ্রামের মেহের আলীর ছেলে শিহান-উল হক, মুজিবনগর চন্দ্রবাস গ্রামের আবু তাহের মোল্লার ছেলে সোবহান আলী, মেহেরপুর রাজনগরের আরমান আলীর ছেলে ফারুক হোসেন, জীবননগর উথলী আমতলাপাড়ার আনসার আলীর ছেলে শরিফ সালাউদ্দীন, চুয়াডাঙ্গা হাজরাহাটি গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সোহেল রানা, পাঁচকমলাপুর গ্রামের শাহাবুদ্দিন মণ্ডলের ছেলে টুটুল হোসেন, দামুড়হুদা কোষাঘাটা গ্রামের আবুল হাশেমের ছেলে আমির সোহেল, আলমডাঙ্গা কাবিলনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে স্মৃতি সুলতানা, দামুড়হুদা ছুটিপুর গ্রামের আজগার আলীর ছেলে মিয়ারুল হক, দামুড়হুদার ধান্যখোলা গ্রামের শাহাবুদ্দীন মণ্ডলের ছেলে আক্কাছ আলী, চুয়াডাঙ্গার তালতলা গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে হোসাইন-আল হাসান, দর্শনা শ্যামপুর গ্রামের চাঁদ মিয়ার ছেলে সাজিবুল ইসলাম মিলন, দর্শনা রেলকলোনিপাড়ার মজিবর রহমানের মেয়ে নারগিস সুলতানা। এ সাফল্যের পেছনে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দের অবদান বেশি।