গোপন বৈঠককালে আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় ৫ জামায়াতকর্মী গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: গোপন বৈঠককালে উপজেলার পোলতাডাঙ্গা গ্রাম থেকে আলমডাঙ্গা থানা পুলিশ ৫ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অপচেষ্টার মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

পুলিশসূত্রে জানা গেছে, পোলতাডাঙ্গা গ্রামের জামায়াত কর্মী আব্দুস সালামের বাড়িতে জামায়াত নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে। গোপনসূত্রে এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই গ্রামের ৫ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। গ্রেফতারকৃতরা হলো- পোলতাডাঙ্গা গ্রামের মৃত আলিম হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৫০), বিশারত আলির ছেলে দুলু (৪০), তৈয়ব আলির ছেলে মনোয়ার হোসেন (৩০), আজিজ মণ্ডলের ছেলে আবুল কালাম (৫০) ও মৃত দাউদ আলির ছেলে বিরাম আলি। এছাড়া একই গ্রামের আয়নাল আলির ছেলে শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে ছেড়ে দেয়া হতে পারে বলে থানা সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃতরা জামায়াতের নেতা না হলেও কর্মী বলে দাবি করেছে পুলিশ। এদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে।