নাইজেরিয়ায় বিস্ফোরণ ১১৮ জন নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ারজস শহরে দুটি বড় ধরনের বিস্ফোরণের পর সেখান থেকে ১১৮টি লাশ উদ্ধার করাহয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরো লাশ থেকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল ৩টা ও সাড়ে ৩টায় নগরীর ব্যস্ততম এলাকায় এবিস্ফোরণ ঘটে। জানা যায়, প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে একটি ব্যস্ততমবিপণি কেন্দ্রে। আধাঘণ্টা পর অপর বিস্ফোরণটি ঘটে একটি বাসটার্মিনালে।কোনো সংগঠন এখনো এ ঘটনার দায় শিকার করেনি। তবে ঘটনার প্রকৃতি দেখে এটি বোকো হারামের কাজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।প্রথমবোমাটি একটি ভ্যানের মধ্যে লুকানো ছিলো এবং এটি একটি ব্যস্ত বাজারেবিস্ফোরিত হয়। এর ২০ মিনিট পর একটি হাসপাতালের কাছে দ্বিতীয় বোমাটিবিস্ফোরিত হয়।দ্বিতীয় বিস্ফোরণে কিছু উদ্ধার-কর্মীও নিহত হয়।সম্প্রতি বোকো হারাম দেশটিতে একই ধরনের বেশ কিছু বোমা হামলা চালিয়েছে বলে সন্দেহের তীর ওই দলটির দিকেই যাচ্ছে।তবেজস শহরে সাম্প্রতিক বছরগুলোতে খ্রিষ্টান ও মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ভয়াবহদাঙ্গার ইতিহাস থাকায় এখনই কোনো উপসংহারে পৌঁছানো যাচ্ছে না।হামলায়নিহতদের মধ্যে অধিকাংশই নারী বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নরের একজনমুখপাত্র।