জীবননগরে জেপিপিএল ক্রিকেটেমুন্সী মোটরস্ একাদশ চ্যাম্পিয়ন

 

জীবননগর ব্যুরো: গতকাল বুধবার জীবননগর পাইলট হাইস্কুলমাঠে জেপিপিএল সুপার সিক্সসার্স ক্রিকেট লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মুন্সী মটরস টিম ৩ রানে হাইস্কুলপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

জীবননগর পোস্টঅফিসপাড়া কর্তৃক জেপিপিএল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় উপজেলার ৫টি টিম অংশগ্রহণ করে। মুন্সী মটরস ও হাইস্কুলপাড়া একাদশ ফাইনালে উন্নীত হয়। গতকালবিকেলে জীবননগর পাইলট হাইস্কুলমাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুন্সী মটরস ৪ উইকেটে ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্ব্বোচ ৩৯ রান ও বল হাতে ২ উইকেট পায় মুন্সী মটরস একাদশের অধিনায়ক মুন্সী খোকন।

জবাবে ব্যাট করতে নেমে হাইস্কুলপাড়া একাদশ নিয়মিত বিরতিতে সবকটি উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। খেলায় সেরা নৈপুণ্য প্রদর্শন করে মুন্সী মটরস একাদশের অধিনায়ক মুন্সী খোকন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করে।