হ্যাকিং: চীনে মার্কিন দূতকে তলব

মাথাভাঙ্গা মনিটর:সাইবার-গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রেরআদালতে চীনা সামরিক বাহিনীর পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করার প্রতিবাদেবেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে চীন। গতকার মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয়গণমাধ্যম জানায়, সোমবার রাতে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝেংঝিগুয়াং মার্কিন রাষ্ট্রদূত ম্যাক্স বাওকাসকে ডেকে পাঠান।ওই দিনইযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে চীনা সামরিক কর্মকর্তারবিরুদ্ধে বেসরকারি মার্কিন কোম্পানিগুলোতে হ্যাকিঙের মাধ্যমে তথ্য চুরিরঅভিযোগ আনা হয়।মার্কিন কৌঁসুলিরা বলেছেন, হ্যাকিং এর মাধ্যমে ওইকর্মকর্তারা গোপন বাণিজ্যিক তথ্যসহ পাঁচটি কোম্পানি এবং একটি শ্রমিকইউনিয়নের অভ্যন্তরীণ বেশ কিছু দলিল চুরি করেছেন।এর প্রতিবাদ জানিয়েঝেং ঝিগুয়াং বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালামারাত্মকভাবে ভঙ্গ করেছে। অতিরঞ্জিত তথ্য দিয়ে এবং চীনা সামরিককর্মকর্তাদের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ করে যুক্তরাষ্ট্র সাইবারনিরাপত্তা নিয়ে দু দেশের সহযোগিতায় ফাটল ধরিয়েছে এবং পাষ্পরিক সস্পর্ককেঅত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে।যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের তীব্র নিন্দাও জানায় চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়।যুক্তরাষ্ট্রউল্টো চীনসহ অন্যান্য দেশের বিরুদ্ধে সাইবার গোয়েন্দাগিরি করে থাকে অভিযোগকরে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, চীনের বিরুদ্ধে তাদের এমন অভিযোগ একধরনের দ্বিমুখি নীতির বহিঃপ্রকাশ।হ্যাকিংকাণ্ডে জড়িতরা চীনের পিপলস লিবারেশন আর্মির থার্ড ডিপার্টমেন্টের৬১৩৯৮ ইউনিটের কর্মকর্তা ওয়াং ডং, সুন কাইলিয়াং, ওয়েন সিনয়ু, হুয়াং ঝেনিউএবং গু চুনহুই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।২০০৬ থেকে২০১৪ সাল পর্যন্ত কয়েক বছরে চীন হ্যাকিং চালিয়েছে। এতে মার্কিনকোম্পানিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং উত্তোরত্তোর আরো কোম্পানি এমনহ্যাকিঙের শিকার হয়ে থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন মার্কিন ফেডারেলগোয়েন্দা সংস্থা এফবিআই এর কর্মকর্তারা।