স্টাফ রিপোর্টার: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টিসোনার বারসহ একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটককৃতব্যক্তির নাম কাউসার (৩৮)। গত রাত সোয়া ১১টার দিকে বিমানবন্দরের ট্রানজিটলাউঞ্জের সামনে থেকে সোনাসহ তাকে আটক করা হয়। বিমানবন্দর পুলিশ জানিয়েছে, টাইগার এয়ারওয়েজের একটি বিমানে করে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন কাউসার। তারগতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শুল্ক গোয়েন্দারা তাকে ট্রানজিট লাউঞ্জ থেকেআটক করে। তার ব্যাগ তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়। এসব বারের ওজনএক কেজি।