মাথাভাঙ্গা মনিটর:ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ২৬ মে শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট রাজনাথ সিং। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে মোদির শপথ গ্রহণের এ তারিখ ঘোষণা করেনরাজনাথ।ওদিকেরাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে বৈঠকের পর মোদিওজানিয়েছেন, তাকে ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী হিসাবে ২৬ মে শপথ নেয়ার আমন্ত্রণজানানো হয়েছে।সাংবাদিকদেরকে তিনি বলেন, রাষ্ট্রপতি আমাকে একটি চিঠিদিয়েছেন…. শপথ গ্রহণ অনুষ্ঠান হবে (রাষ্ট্রপতি ভবনে) ২৬ মে সন্ধ্যা ৬ টায়।ঊর্ধ্বতন মন্ত্রীরাও একইসাথে রাষ্ট্রপতি প্রাসাদের এ অনুষ্ঠানে শপথ নেবেন বলে মনেকরা হচ্ছে।মোদি এর আগে মঙ্গলবারই বিজেপির পার্লামেন্টারি বোর্ড মিটিংয়েপার্লামেন্টারি দলের নেতা নির্বাচিত হয়েছেন।বিজেপির নবনির্বাচিতএমপিরা মোদিকে নেতা নির্বাচিত করতে পার্লামেন্ট হাউজের বৈঠকে বসেন।মোদিরনাম প্রস্তাব করেন বিজেপির ঊর্ধ্বতন নেতা লালকৃষ্ণ আদভানি। তিনি বলেন, দলেরসংসদীয় নেতা হিসেবে আমি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নাম প্রস্তাবকরছি।দলের সবাই একে একে এ প্রস্তাব সমর্থন করে মোদিকে তাদের নেতা হিসেবেবরণ করে নেন।নেতা নির্বাচিত হওয়ার পর আবেগঘন এক বক্তৃতায় মোদি বলেন, দায়িত্ব নেয়ার সময় শুরু হলো। পার্লামেন্টের সেন্ট্রাল হলে সমবেত বিজেপির নতুন এমপি ওঅন্যান্য নেতার উদ্দেশে মোদি বলেন, আশা এবং ভরসার ভোটেই বিজেপি লোকসভায় বিপুলসংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়ে এসেছে।দেশে গরিবদের জন্য কাজ করে যাওয়ারমতো একটি সরকারই হওয়া উচিত এবং নতুন সরকার গরিবদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানমোদি। তিনি বলেন, জয়ের আনন্দোল্লাস চলতে থাকবে। কিন্তু সাথে সাথে দায়িত্ব পালনেরসময়ও শুরু হয়ে গেছে।