ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার :পারকৃষ্ণপুরের মিরাজ আটক

 

দামুড়হুদার দর্শনা ও বড়বলদিয়া বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযান

 

দর্শনা অফিস: দামুড়হুদার দর্শনা ও বড়বলদিয়া বিজিবি মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ভারতীয় ফেনসিডিল ও মদ। আটক করেছে পারকৃষ্ণপুরের মিরাজ নামের এক যুবককে। গতকাল মঙ্গলবার বিকেলে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের নায়েক জুলমত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান বড়বলদিয়া-সাড়াবাড়িয়া সড়কের এলাতলা নামক স্থানে। সেখান থেকে পারকৃষ্ণপুরের সিরাজুল ইসলামের ছেলে মিরাজকে আটক করে। মিরাজের দেহ তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ৫ বোতল ভারতীয় মদ। এ ঘটনায় নায়েক জুলমত আলী বাদী হয়ে মিরাজের বিরুদ্ধে দামুড়হুদা থানায় দায়ের করেছেন মামলা। এদিকে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে দর্শনা পৌর শহরের জয়নগর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন।