ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর সীমান্ত বিজিবি

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।বাঘাডাঙ্গা ক্যাম্পের নায়েক ফয়জুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার সকালে টহলরত অবস্থায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। ৬ বডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।