মাথাভাঙ্গা মনিটর: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে প্লে অফখেলার স্বপ্ন জিইয়ে রাখলো সানরাইজার্স হায়দারাবাদ। গতকাল মঙ্গলবার প্রথম খেলায়তারা ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বিরাট কোহলি-যুবরাজ সিং-ক্রিস গেইলেরদলের বিরুদ্ধে। টসজিতে ব্যাঙ্গালুরু রান তুলেছিলো ৬ উইকেটে ১৬০।
জবাবেহায়দারাবাদ ২ বল বাকি ধাকতেই জয় তুলে নেয় ৩ উইকেট হারিয়ে। শিখর ধাওয়ান ওডেভিড ওয়ার্নারের ১০০ রানের অপরাজিত উদ্বোধনী জুটিই তাদেও জয়ের ভিত গড়ে দেয়।ধাওয়ান ৩৯ বলে ৫০ আর ওয়ার্নার ৪৬ বলে ৫৯ রান করেন। ধাওয়ান একটি চক্কাহাঁকালেও ওয়ার্নার হাঁকান ৪টি। নামান ওঝা ২৪ রান করেন ২০ বলে।